জ্বালানি তেল, গ্যাস, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট মহানগরীর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, দেশের প্রবৃদ্ধির পারদ ঊর্ধ্বমুখী এবং উন্নয়ন কর্মযজ্ঞ বর্ধিষ্ণু হলেও নিম্ন-মধ্যবিত্ত মানুষ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত ২ বছরের করোনা তাণ্ডবে এমনিতেই সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে গেছে, তারমধ্যে কিছুদিন পরপর চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। একই সাথে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ওয়াসার পানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্লিপ্ততায় ব্যবসায়ী দুষ্টচক্র অতি মুনাফার অশুভ প্রতিযোগিতায় মেতে উঠেছে। এ ব্যাপারে সরকারকে তড়িৎ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম তৈয়বী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মুহাম্মদ ইমরান, এম এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।