জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার করুন : সিপিবি

| বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, পাচারের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে সরকার দেশীয় লুটেরা গোষ্ঠির স্বার্থসিদ্ধি ঘটাচ্ছে। গতকাল মঙ্গলবার কে সি দে রোডস্থ সিনেমা প্যালেস মোড়ে কেন্দ্রঘাষিত ‘দাবি দিবস’ এ পার্টির সমাবেশে কমিউনিস্ট নেতারা বলেন, সরকার এসব দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। তাঁরা বলেন, লকডাউনের কারণে বিশ্ববাজারে তেলের দাম একবছর আগেই কমে যায়। এখন দাম কমার বদলে বাড়িয়ে বাসভাড়া ও পণ্য পরিবহন খরচ গরীব জনগণের ঘাড়ে তুলে দেয়া হয়েছে। তাঁরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারী ব্যর্থতার উল্লেখ করে অগণতান্ত্রিক ব্যবস্থা ও মানুষের বাঁচার তাগিদে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। কমরেড উত্তম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কমরেড মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন কমরেড মো. জাহাঙ্গীর, কমরেড অমৃত বড়ুয়া, কমরেড ফরিদুল ইসলাম, কমরেড সিতারা শামীম। সভা পরিচালনা করেন কমরেড নুরুচ্ছাফা ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধগ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া বিআরটিএর অভিযানে জরিমানা