বাঙালির সাংস্কৃতিক বিকাশে বসন্ত উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জেএমসেন হলে শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

বাসন্তী পূজোয় বসন্ত উৎসব ও মিলন মেলা অসামপ্রদায়িক বাঙালির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র রমজানে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে বাসন্তী পূজা উদযাপন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অন্যতম সফলতা। গত শুক্রবার নগরীর ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা আয়োজিত বাসন্তী পূজোয় বসন্ত উৎসব ও মিলন মেলার ২য় দিন মহাসপ্তমীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। এতে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ইন্দু নন্দন দত্ত, সাবেক সভাপতি দীলিপ কুমার মজুমদার, সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সহ-সভাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ। এতে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্তা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা নারীসহ আটক ২
পরবর্তী নিবন্ধ‘ইতিহাস’র সিক্যুয়েল নির্মাণে ঘোষণা