চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি-ব্লকের উদ্যোগে ক্রীড়া কমপ্লেঙ মাঠে গত ২৫ ফেব্রুয়ারি পিঠা উৎসব উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক এসরাল। সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি এড. জিয়াউদ্দিন আহাম্মদ। আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ ইসমাইল। সভা সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন নিজু। পিঠা উৎসবের সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ইঞ্জি. এস.এম. আবদুল কাদের, আলাউদ্দীন ইউসুফ, এড. বদরুল হুদা মামুন, মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, ইঞ্জি. মোহাম্মদ নাসির উদ্দিন, নাসরিন আক্তার, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ্, মোহাম্মদ আবু জাফর, আসিফ মাহমুদ জুয়েল, আবু বক্কর চৌধুরী, মোহাম্মদ আরশাদুল শফি, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আবদুস সবুর, শহীদ সরওয়ার্দী (মিন্টু), সাইফ উদ্দিন মাহমুদ (বাবু), দিলরুবা আফরোজ প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, বাঙালি জাতির ঐতিহ্যের পিঠা উৎসব এটি একটি পুরাতন ঐতিহ্য। এটা আমাদের সমাজের বাঙালির অতীতের ঐতিহ্য ধারণ করে। বর্তমানে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। বাংলার এই ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাই চান্দগাঁও আ/এ কল্যাণ সমিতির এ ধরনের একটি উদ্যোগ সত্যিকারভাবে প্রশংসার দাবি রাখে। প্রেস বিজ্ঞপ্তি।