চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাই কোর্ট। ওই মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ। পরীমনির এক আবেদনের শুনানি করে হাই কোর্ট গতকাল মঙ্গলবার রুলসহ স্থগিতাদেশ দেয়। এর ফলে জজ আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে থাকা মামলার কার্যক্রম এখন আটকে গেল। খবর বিডিনিউজের। আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। পরে মিজানুর রহমান বলেন, আমরা এই স্থগিতাদের বিরুদ্ধে আপিল বিভাগে নোট দেব। ঢাকার বনানী থানায় করা ওই মামলায় গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন মামলার বাদী সিআইডির পরিদর্শক মজিবর রহমানের জবানবন্দি শুনেছে আদালত। গত ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।
র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।