বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

রাঙামাটিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৪:২২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু্ ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ।

আজ মঙ্গলবার(৩১ মে) সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা সুলতানা আরো বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশন চায় সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ না করে সাধারণ ভোটার যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে নিজের ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। যারা ভোটের পরিবেশ নষ্ট করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।”

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী, বাঘাইছড়ির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান, আনসার কমান্ডার সোহাগ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সাড়ে ৪১ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধতোমাদের প্রধানমন্ত্রীর হাতে জাদু আছে?