রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন) লারমা দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উভয়পক্ষের মধ্যে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। এদিকে এ বিষয়ে আঞ্চলিক দুই দলের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।












