বাঘমারা বাজারে আগুনে পুড়েছে ১৫ দোকান

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানে ভয়াবহ আগুনে বাঘমারা বাজারের ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার গভীররাতে এ ঘটনা ঘটে।দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর ইউনিয়নের বাঘমারা বাজারের চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আশেপাশের বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গতরাতে তিনটার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোয়াংছড়ি ও বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে চার ইউপির তিনটিতেই স্বতন্ত্র প্রার্থীর জয়
পরবর্তী নিবন্ধস্বল্প খরচ ও টেকসই নির্মাণে ফখরিসের কনক্রিট ব্লক