চট্টগ্রামের সংগীতচর্চার ঐতিহ্যবাহী ধারাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে বাগীশ্বরী সংগীতালয়। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে আয়োজিত হয় প্রতিষ্ঠানটির চতুর্মাসিক উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী। তিনি বলেন, উচ্চাঙ্গ সংগীত কেবল গান নয়– এ এক ধ্যান, এক আত্মিক সাধনা। বাগীশ্বরীর এই প্রয়াস আমাদের নতুন প্রজন্মের মাঝে সেই সাধনার বীজ বপন করছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ। তিনি বলেন, এই রকম অনুষ্ঠানগুলো শুধুমাত্র সংগীত পরিবেশনার আয়োজন নয়, বরং এক সাংস্কৃতিক দায়িত্ব পালন– যা সমাজ ও প্রজন্মকে শুদ্ধ সংগীতচর্চার দিকে উৎসাহিত করে। আয়োজনে সভাপতিত্ব করেন বাগীশ্বরী সংগীতালয়ের সহ–সভাপতি অধ্যাপিক ঊর্মিলা রাণী ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাংবাদিক যীশু সেন। অনুষ্ঠান উদযাপন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সমন্বয়ক ব্যাংকার উৎপল চক্রবর্তী, আহ্বায়ক ডা. সৌমিত্র দাশ, সদস্য সচিব প্রভাষক ঝুমুর খাস্তগীর, প্রকৌশলী রিমন সাহা। সার্বিক সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী অদিতি সাহা। প্রেস বিজ্ঞপ্তি।












