বাগীশ্বরী সংগীতালয়ের বর্ষপূর্তি

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাগীশ্বরী সংগীতালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন,সংগীত ও শিল্পী মানুষের আত্মপ্রকাশের মহা অবলম্বন। সংগীত মানুষের মন ও হৃদয়ে গভীরে প্রভাব ফেলে এবং বিশ্বজুড়ে মানুষের হৃদয়কে স্পর্শ করে। সংগীত মানুষকে বিনয়ী ও মানবিক করে তুলে। গতকাল মঙ্গলবার বাগীশ্বরী সংগীতালয়ের ১৯ বছর পূর্তি উপলক্ষে ২দিনব্যাপী আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণের ১ম দিনে চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সভায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সংগীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. রুবেল সেন গুপ্ত। বাচিক শিল্পী অদিতি সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রিষু তালুকদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যীশু সেন, প্রকৌশলী রিমন সাহা, প্রিয়তোষ নাথ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবকুল ও চন্দনের গানের বন্ধনে অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা