১৫ নং নির্বাচন পরিচালনা কমিটির এক সভা সোমবার (১১ জানুয়ারি) ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশরের সঞ্চালনায় দামপাড়া পল্টন রোডস্থ জহুর আহমদ চৌধুরী টাওয়ারের নীচ তলায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলার মো. গিয়াস উদ্দিন।
সভায় ভোটকেন্দ্র কমিটির পক্ষে বক্তব্য রাখেন রেলওয়ে পলোগ্রাউন্ড ভোটকেন্দ্রের আহ্বায়ক সিরাজুল ইসলাম। সভায় অত্র ওয়ার্ডের ১৭ টি ভোট কেন্দ্রের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে নৌকা, ঘুড়ি, এবং বই মার্কাকে অত্র ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী করার জন্য নিরলসভাবে কাজ করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।