বাক্‌ ও শ্রবণ প্রতিবন্ধীকে সার্ভ ফর স্মাইলের সেলাই মেশিন প্রদান

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুল, মিরসরাই থেকে স্যুইং মেশিন অপারেশন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র বাক ও শ্রবন প্রতিবন্ধী সবুজ দত্তকে একটি সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি প্রদান করেছেন সার্ভ ফর স্মাইল। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে এবং আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় ইউসেপ অঞ্চলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সার্ভ ফর স্মাইলের প্রেসিডেন্ট সাইফুল্লাহ মুনচুর, সেক্রেটারী জেনারেল ডা. মেজবাহ উদ্দীন তুহিন অতিথি ছিলেন। সভায় ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের প্রধান নাজমুল হোসেন মুকুল, দেবাশিস সেন, সার্ভ ফর স্মাইলের সাইফুল ইসলামসহ ইউসেপের প্রশিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন সেই দম্পতির একজন
পরবর্তী নিবন্ধনুরুর রহমান নুরজাহান ফাউন্ডেশনের রিকশা প্রদান