বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি–বাকাসস, কেন্দ্রীয় কমিটির সভা সিনিয়র সভাপতি মো. আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. বাবুল হোসেনের সঞ্চালনায় গত ২৬ এপ্রিল ঢাকার কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির দাবি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের পক্ষে বক্তব্য দেন, খন্দকার নাজমুল হোসেন, মো. আকবর হোসেন, মো. বেলায়েত হোসেন, লেয়াকত হোসেন, হুমায়ুন কবির, মো. হানিফ, মো. বাবুল মিয়া, মো. তৈয়বুর রহমান, আলী আজগর, মো. আবদুর রহিম, মো. জাকিউল ইসলাম, সুলতান মাহমুদ, মো. নাহিদুর রহমান, মো. নাছির উদ্দিন আকন্দ, মোহাম্মদ মহিবুল আক্তার, মেহেদী হাসান, মোহাম্মদ শহিদুল ইসলাম, জামাল হোসেন ভুইঁয়া, এস এম আরিফ হোসেন, মো. মুসা খান, এস এম আতিয়ার রহমান, মো. মহিউল আলম, মো. আশরাফুল ইসলাম, মো. মোতালিব সিদ্দিকী, মোহাম্মদ হোসেন আলী, হাসিবুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে এস এম আরিফ হোসেনকে (চট্টগ্রাম জেলা প্রশাসন) আহ্বায়ক ও মো. আশরাফুল ইসলামকে (ঢাকা জেলা প্রশাসন) সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি–বাকাসস, কেন্দ্রীয় এডহক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।