বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৫ অক্টোবর এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহি। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভারে কারণে গত দেড় বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার করোনা নিয়ন্ত্রণে এবং শিক্ষাকে সচল রাখার জন্য টিভি ও অনলাইনে শিক্ষাদান অব্যাহত রেখে এবং এসাইনমেন্ট কার্যক্রম চালু করে শিক্ষার্থীদের ধরে রাখার চেষ্টা করেছে। বিশ্বব্যাপী বিপর্যস্ত শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকরাই হচ্ছেন এখন মূল প্রাণশক্তি। বাংলাদেশেও শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সরকারের ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সর্বাত্মক প্রচেষ্টায় শিক্ষা আবার সচল হয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে প্রাণ ফিরে পাবে এটাই প্রত্যাশা। করোনা সংকটে বিপর্যস্ত শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
বাকশিস, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। অধ্যক্ষ সমীর কান্তি দাশের সঞ্চালনায় সভার অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ মাঈনুদ্দিন আহমদ, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, উপাধ্যক্ষ বিজন শীল, উপাধ্যক্ষ ফরিদা সুলতানাকে সংবর্ধিত করা হয়। বক্তব্য দেন, অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যাপক কাজী শামসুর রহমান, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক শিব প্রসাদ, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যক্ষ মিসবাহ উর রহমান, অধ্যাপক ইউনুস মিয়া, অধ্যাপক কমরুদ্দিন আহমদ, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যক্ষ জসীম উদ্দিন, অধ্যক্ষ আবুল মনসুর, অধ্যাপক মো. ইব্রাহিম, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যক্ষ তৌহিদুল আলম, অধ্যাপক হোসাইন শহীদ অহিদুল আলম, অধ্যাপক নীলুমনি শর্মা, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক ড. মোজাহেরুল আলম, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, অধ্যাপক তুষার কান্তি ভারতি, কর্মচারী ফেডারেশন নেতা আক্কাস মিয়া প্রমুখ। সভার শুরুতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাকশিসের র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।