বাকলিয়া লিডারশীপ কাউন্সিলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

বাকলিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বাকলিয়া লিডারশীপ কাউন্সিল (বিএলসি)। গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইউসুফ আলী। বক্তব্য রাখেন ইউএসটিসির সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ, ক্যাপ্টেন শামসুদ্দিন খোকা, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, মোহাম্মদ সৈয়দ, চৌধুরী ফরিদ, আজিজুল হক মাসুম। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এনামুল হক, মুহাম্মদ ইসমাঈল, জসিম মাহমুদ, এম.এ সবুর, লায়ন ইমরান, সাইফুদ্দীন, হাসান মুরাদ, ইব্রাহিম বাপ্পি ও সৈয়দ সাব্বির, নাছির উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক মানিক। সমাপনী বক্তব্য রাখেন কনভেনার এইস এম জুয়েল। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু পরিবারের নয়, পুরো সমাজকে এগিয়ে নিতে সহায়ক। প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ নতুন প্রজন্মই আগামী দিনে সততা, সুশাসন ও মানবিকতার আলো ছড়িয়ে দেশের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না
পরবর্তী নিবন্ধশ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পদযাত্রা ও সমাবেশ