বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন বাবুল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ইলিয়াছ, আলমগীর, মু. নুরুল আমিন, বদরুন্নেছা বেগম, সিনিয়র শিক্ষক বাবু মেঘনাদ চৌধুরী ও মিসেস মনিকা সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।