নব নির্মিত চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্স গত শুক্রবার উদ্বোধন করা হয়। শাহআমানত নতুন ব্রীজের ক্ষেতচর এলাকায় বিহারটি প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিহারের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের। এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের ও নবনির্মিত সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ শীলজ্যোতি মহাথের। বক্তব্য রাখেন বাকলিয়া সৎসঙ্গ বিহারের সভাপতি তিমির বরণ সেন, সোমানন্দ মহাথের, এল অনুরুদ্ধ মহাথের, মেত্তাবংশ মহাথের, ড. ধর্মকীর্তি মহাথের, শামশুল আলম তালুকদার, বোধিমিত্র মহাথের, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রকৌশলী কামনাশীষ বড়ুয়া, অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া, বিদ্রোহী বড়ুয়া, দীলিপ বড়ুয়া, শিক্ষক রিটন বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, প্রধান শিক্ষক অমল বড়ুয়া, শিক্ষক সমীরণ বড়ুয়া, সোমদত্ত বড়ুয়া, সত্যজিৎ দে রুপন, আশীষ চক্রবর্তী, গকুল সরকার প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন সন্তু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্ঞানবোধি ভিক্ষু ও সুমন বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।