বাকলিয়া এক্সেস রোডে বিলবোর্ড উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এঙেস রোডে ফুটপাতে বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী দীপক বডুয়া, পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, অফিস সহায়ক মিথু চৌধুরী। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবারইয়াহাটে অনুমোদনহীন মেলা বন্ধ করলেন ইউএনও
পরবর্তী নিবন্ধআজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ১০ম মৃত্যুবার্ষিকী