বারইয়াহাটে অনুমোদনহীন মেলা বন্ধ করলেন ইউএনও

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে অনুমোদনহীন দেশীয় পণ্য মেলা বন্ধ করে দিয়েছেন ইউএনও। জেলা প্রশাসক থেকে অনুমোদন না নেয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন মেলাটি বন্ধ করে দেন। জানা যায়, গত কয়েক বছর ধরে বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে দেশীয় পণ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ৩ নভেম্বর মাসব্যাপী মেলাটির উদ্বোধন করেন বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেয়ায় গতকাল সন্ধ্যায় ইউএনও মাহফুজা জেরিন মেলাটি বন্ধ করে দেয়। এ সময় মেলা উপলক্ষে নির্মাণ করা গেইট ভেঙে দেয়া হয়। জানতে চাইলে ইউএনও মাহফুজা জেরিন বলেন, বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে কিছু দিন পূর্বে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। কিন্তু জেলা প্রশাসক থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেয়ায় সোমবার সন্ধ্যায় বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেনেভায় নির্বাচন অনুষ্ঠানের আইনি ব্যাখ্যা দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাকলিয়া এক্সেস রোডে বিলবোর্ড উচ্ছেদ