বাকলিয়ায় সিগারেটের আগুনে পুড়ল মার্কেট

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।।

জানতে চাইলে লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাকলিয়ার মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে আগুন লাগে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছিসিগারেটের আগুন থেকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুইটি ফায়ার স্টেশন থেকে পৃথক দুইটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমনমোহন সিংয়ের শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়, ভারতে ৭ দিনের শোক
পরবর্তী নিবন্ধরেলওয়ে পূর্বাঞ্চলের জিএম হলেন সুবক্তগীন