বাউল মন

তারিফা হায়দার | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

কবিতায় প্রেমের চিত্রকল্প এঁকে যাই
মননে, মগজে যে শিল্পবোধ খেলা করে
তাকে শব্দের অলংকারে সাজাই।
ভাবনা গুলো চিরকালই বোহেমিয়ান
উচ্ছসিত জলের বুকে ছায়া ফেলে
উড়ন্ত পানকৌড়ি জীবন।
হে মানব তুমি কতকাল বয়ে বেড়াবে
পিঠে হুতাশনের ঝোলা?
এবার সুর তোলো তোমার খঞ্জনীতে,
একতারায় বেঁধে নাও তোমার বাউল মন।
হয়তো একটু পরে আর ফিরে পাবেনা
শিল্পের ক্যানভাসে আঁকা সাধের জীবন।

পূর্ববর্তী নিবন্ধআপনার ছেলে-মেয়েদের সচেতন করুন
পরবর্তী নিবন্ধপারস্পরিক বোঝাপড়া