চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বাংলা প্রচলনের উদ্যোগ’ এর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সোলায়মান খান। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, শফি খান, শফিক আহমদ মুন্সি, মশিউর রহমান খান, হাসিনা আকতার টুনু এম নুরুল হুদা, হাসান শহীদ রানা, আবদুল মাবুদ, সিঞ্চন ভৌমিক, জানে আলম, চৌধুরী জসিমুল হক, শাহাবুদ্দিন হাসান বাবু, মো হারুন, এম কাইসার উদ্দিন, চন্দন দাস,রবিউল হোসেন ফাহিম, শাদাত তালুকদার, লাবীব হোসেন, জাওয়াত উদ্দিন, জুনাইদ শাহরিয়ার শাওন প্রমুখ।
বক্তারা বলেন, ভাষা প্রচলনের ব্যাপারে দেশে আইন আছে, আদালতের নির্দেশ আছে। এরপরও নামফলকসহ বিভিন্ন কাজে বাংলা ভাষা উপেক্ষিত। বক্তারা চসিক মেয়রকে এই ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ এবং একই সাথে উচ্চআদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।
বক্তারা বলেন,রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের মধ্যেই ২১ ফেব্রুয়ারির চেতনা নিহিত। তাই ২১ ফেব্রুয়ারির বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সবাইকে রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।