বাংলা বর্ষবরণে ওয়েল পার্ক রেসিডেন্সের বিশেষ আয়োজন

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে নগরীর হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স কর্তৃপক্ষ আয়োজন করেছে লোকজ সংস্কৃতি ও ভোজন উৎসব। উৎসবে স্পেশাল ইফতারের পাশাপাশি থাকছে সরিষা ইলিশসহ বৈশাখীর এীতহ্যবাহী বাংলা খাবারের সমন্বয়ে ব্যুফে। ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, আমরা সবসময় বাঙালি ঐতিহ্যকে লালন করে আধুনিক চিন্তা ধারার সংমিশ্রণে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। পবিত্র মাহে রমজানের কারণে হোটেল কর্তৃপক্ষ দিনের বেলায় বৈশাখের কর্মসূচি না রাখলেও ইফতারের পরপরই বাংলা খাবারের বিশেষ আয়োজন থাকবে।

প্রাণের উৎসব পহেলা বৈশাখে কর্তৃপক্ষ বৈচিত্র্যপূর্ণ আয়োজন করে আসছে প্রতি বছর। ওয়েল পার্কের বর্ষবরণ উৎসব অতিথিদের চিত্ত বিনোদনের মাধ্যমে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক মামুন আল রশিদ মনে করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫শ চালক ও নৈশ প্রহরীকে খাদ্য সামগ্রী দিলেন এমপি দিদার
পরবর্তী নিবন্ধইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ