বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলা ট্র্যাক প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার নগরীর আকমল আলী রোডের সিডিআই মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারুণ্য দীপ্ত বাংলা ট্র্যাক রয়েলস। ফাইনালে বাংলা ট্র্যাক কিংসকে ৮১ রানে পরাজিত করে তারা। টসে জয়লাভ করে রয়েলসকে ব্যাটিংয়ে পাঠায় কিংসের অধিনায়ক রবিউল ইসলাম। রয়েলসের অধিনায়ক শাহরিয়ার বিন রুবেলের অপরাজিত ৮৭ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান করে রয়েলস। জবাবে কিংস ২০ ওভারে ১০৪ রানে সব উইকেট হারায়। রয়েলসের শাহরিয়ার বিন রুবেল প্লেয়ার অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে কিংস, রয়েল ছাড়াও ওয়ারিয়র্স, বুলস, সুপার কিংস, প্রিমিয়ার লিগ অংশ নেয়। খেলা শেষে প্রধান অতিথি ছিলেন এইচ এম জামাল উদ্দিন, নাজমা আক্তার অপি ও বিন্দু। তারা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।