বাংলা টাইগার্সের হেড কোচ আফতাব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ক্রিকেট ক্যারিয়ার শেষে এখন পুরোদস্তুর কোচিংয়ে নেমে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং মারকুটে ব্যাটার আফতাব আহমেদ চৌধুরী। এরই মধ্যে ঢাকা লিগে বেশ কয়েকটি দলের হেড কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি ‘এ’ দল এবং একাডেমি দল সহ বিভিন্ন দলের কোচের দায়িত্বও পালন করেছেন আফতাব। দেশের বাইরেও কোচিং করিয়েছেন আফতাব। ২০১৯ সালে আবুধাবী টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ ছিলেন আফতাব। দুই মৌসুম পর আবার চট্টগ্রামের সে দলটির হাল ধরতে যাচ্ছেন চট্টগ্রামেরই সন্তান আফতাব। এবারের আসরে আবারও আফতাব আহমেদকে হেড কোচের দায়িত্ব দিচ্ছে বাংলা টাইগার্স। গতকাল মঙ্গলবার আনুষ্টানিকভাবে সে ঘোষনা দিয়ে দিয়েছে টি-টেন লিগের দলটি। বাংলা টাইগার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে আফতাবকে কোচ করার বিষয়টি জানানো হয়েছে। তারা পেজে লিখেছে, ‘হার্ডহিটার ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের ট্রেনিংদাতা। তিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, আমাদের সঙ্গে আবার থাকবেন। আফতাব আহমেদকে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমে হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। নাম বাংলা টাইগার্স হলেও দলটির ওনার ইয়াছিন চৌধুরী চট্টগ্রামেরই সন্তান। সে হিসেবে এটা চট্টগ্রামেরই দল। আর চট্টগ্রামের একজন হিসেভে চট্টগ্রামের আরেক সন্তানকে দলের কোচ করতে পারায় নিজেও আনন্দিত বলে জানিয়েছেন ইয়াছিন চৌধুরী। তিনি বলেন আমাদের পরিকল্পনায় আফতাব সাহসী ভুমিকা রাখবে। যদিও ২০১৯ সালে আফতাবের কোচিংয়ে বাংলা টাইগার্স তৃতীয় স্থান অর্জণ করেছিল। এবারে ইয়াছিন চৌধুরীর লক্ষ্য আরো বড়। এবার তার লক্ষ্য শিরোপা জেতা। এদিকে বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব আহমেদ। তিনি বলেণ ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম।
দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবলের নিরুত্তাপ দল বদল শেষ দিনে অংশ নিল মুক্তিযোদ্ধা সংসদ
পরবর্তী নিবন্ধব্রাইট ক্রিকেট একাডেমিকে জার্সি প্রদান