বাংলায় –মার্চ

অঞ্জলি বড়ুয়া | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

মার্চ তুমি কখনো অগ্নিঝরা, কখনো উত্তাল,
কখনো রক্তে ভেজা পতাকায় লালে লাল।

তুমি বোনের খোঁপার রক্তজবা ভাসানো আশ্বাস
মায়ের চোখে স্বপ্নে বোনা ছেলে ফিরে আসার বিশ্বাস।

মার্চ তুমি স্বাধীনতা, স্বায়ত্তশাসন
আর আত্মচেতনার অঙ্গীকার,
তুমি কখনো বুক ভরা নিঃশ্বাস,
আবার কখনো হৃদয়ভাঙা হাহাকার।

তুমি ফুসলে উঠা জনস্রোত, ক্ষোভ আর বিক্ষোভের বিস্ফোরণ,
তুমি স্বপ্নে রাঙানো পলাশ শিমুলের ভালোবাসা
আর আমের মুকুল এর সুবাসিত ঘ্রাণ

তোমার বুকে লিখে রেখেছ অবর্ণনীয় অপারেশন সার্চলাইট,
কত কবিতা, কত হাসি -কান্না আর স্টপ জেনোসাইড।

কখনো তুমি কানায় কানায় ভরে উঠা ফসলের ক্ষেত,
আবার কখনো শান বাঁধানো বাড়ির উঠোনে
আগুন লাগানোর অশনিসংকেত।

কখনো তুমি গেরিলা যুদ্ধে যাবার
সাহসী বীরের অস্ত্রবিহীন মুষ্টিবদ্ধ হাত,
কখনো তুমি পথ চাওয়া প্রেমিকার নির্ঘুম কাটানো রাত।

তুমি বাঙালির মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যাওয়া তেজস্বী বাঁশির সুর,
তুমি বিজয় আনার প্রেরণা, বাংলা মায়ের সিথির সিঁদুর।

মার্চ তুমি আবহমান বাংলার জনকের জন্মের গর্বিত ইতিহাস,
তাই তোমাকে ভুলবে না বাংলার মা, মাটি, আকাশ, বাতাস।

তুমি এমন একটি দিনের তিলক আঁকা অবিনাশী অনুরণন,
তোমার বুকে গেঁথে রেখেছ সর্বশ্রেষ্ঠ বাঙালির
৭ই মার্চ এর ভাষণ
যেখানে গর্জে উঠেছে একটি তর্জনী “দাবায়ে রাখতে পারবা না”
সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে এখন সারা বিশ্ববাসীর মনে জানা।

অবশেষে মার্চ মানেই একটি কবিতা অবিরাম,
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

পূর্ববর্তী নিবন্ধআমাদের স্বাধীনতা
পরবর্তী নিবন্ধপটিয়ার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য