বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার আয়োজনে এক বিজ্ঞান সেমিনার আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যাপক বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যর সভাপতিত্বে শুক্রবার চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্টিত হয়।
ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারে গবেষণালব্ধ মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ কেন্দ্রিয় সংসদে তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. তাপস ভট্টাচার্য। সেমিনারে মূল প্রবন্ধ বার্বেরিস ভাল ও সার্সাপ্যারিলা নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ ডা. পি সি সাহা, বাহোপ চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক ডা. এম এ গনি, ডা. মো. আবদুল কাদের, ডা. মীর শারমিন আক্তার, ডা. নঈমা হাছান, ডা. পলাশ ভট্টাচার্য্য প্রমুখ। সেমিনারে আরও আলোচনা করেন মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, ফারজানা শারমিন, মো. কামরুল হাসান, আয়েশা ছিদ্দিকা, মো. আমজাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ফারজানা বাহার, রাবেয়া সুলতানা, বিথীকা রানী শর্ম্মা, সুর্পনা দাশ, ইন্দ্রজিত মহাজন, মোহাম্মদ মুছা, নুর আহম্মদ, মো. আকতার হোসাইন আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।