বাংলাদেশ সফরে আসছেন আজ আইসিসি প্রধান

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

দুই দিনের সফরে আজ রোববার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করার পাশাপাশি বাংলাদেশ-শ্রীলংকা ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন বার্কলে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছি। কোনও এজেন্ডা নিয়ে উনি আসছেন না।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরমাল সফর তার। নির্দিষ্ট কোনও কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।’

পূর্ববর্তী নিবন্ধহকির প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে খেলোয়াড় বাছাই সম্পন্ন