দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে গতকাল বিকেলে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে মোট ৬১ জন সদস্য শপথ পাঠ করেন। শপথবাক্য পাঠ করান ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও শাসনবংশ মহাস্থবির। বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন অধ্যক্ষ বুদ্ধরক্ষিত মহাথেরো, অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাস্থবির, বোধিমিত্র থেরো, ধর্মপাল মহাথেরো, অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো ও সম্পাদক উত্তমানন্দ থেরো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাথেরো, শাসনপ্রিয় মহাথেরো, বিজয়রক্ষিত মহাথেরো, প্রিয়ানন্দ মহাথেরো, শীলরক্ষিত মহাথেরো, জিনানন্দ মহাথেরো প্রমুখ। শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস লোকজিৎ থেরো সকল নির্বাচিত প্রতিনিধিকে রেজুলেশন খাতা প্রদান করেন। এছাড়া প্রিয়পাল ভিক্ষু ও জেবিএস আনন্দবোধি ভিক্ষু শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।