বাংলাদেশ-ভারত নৌ সচিব পর্যায়ের বৈঠক আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের বৈঠক, ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং দ্বিতীয় ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠক আজ বুধবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। তিনদিনব্যাপী বৈঠক চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বৈঠকে অংশ নিতে নৌ সচিব মেজবাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল গতকাল নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) এর আওতাধীন ২১তম স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নেতৃত্ব দেবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।
বাংলাদেশ দলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান ও বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলমও রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনূর জাহান অয়েলের চেয়ারম্যান এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধখালেদার অফিসে এলো পাকিস্তান হাই-কমিশনের ১৫টি খাম