বাংলাদেশ-ভারত নারীদের সব ম্যাচ সিলেট স্টেডিয়ামে

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলার পরিমাণ বেড়েছে অনেক। এবার টিটোয়েন্টিতেও নতুন এক অভিজ্ঞতা হওয়ার অপেক্ষা। প্রথমবার পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলার নারীরা। নিগার সুলতানার দলের প্রতিপক্ষ সেখানে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টিটোয়েন্টির লড়াই শেষ হওয়ার আগের দিন ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। পাঁচ ম্যাচ সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেটে। প্রায় এক দশক পর সিলেটের মাঠে দিবারাত্রির ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচ সিরিজের তিনটি হবে কৃত্রিম আলোয়। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টিটোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচটি আবার মূল মাঠে হবে ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়।

শ্রীলংকায় আগামী জুলাইয়ে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। মূলত এশিয়া কাপ ও টিটোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির লক্ষ্যে ভবিষ্যৎ সফরসূচির বাইরে আয়োজন করা হচ্ছে সিরিজটি। গত জুলাইয়ে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও টিটোয়েন্টি খেলে গেছে ভারত। টিটোয়েন্টিতে দুই ম্যাচ হারলেও শেষটি জিতে নিগার সুলতানার দল। পরে তুমুল নাটকীয় ওয়ানডে সিরিজ ড্র হয়। মাঠের ভেতরেবাইরে নানা বিতর্কের সূত্রে উত্তেজনা ছড়ায় প্রবলভাবে। বছর ঘোরার আগেই সেই দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মূলত আগামী টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজটির আয়োজন করা হবে। আগামী অক্টোবরে বাংলাদেশে হবে নারী টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অংশ নেবে সেখানে ১০টি দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে অবশ্য একদমই ভালো করতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টিটোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচ হেরেছেন তারা। সিরিজের শেষ ম্যাচ আজ বৃহস্পতিবার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন শান্ত
পরবর্তী নিবন্ধহেরে প্রথম শ্রেণির ম্যাচ খেলার তাগিদ শান্তর