বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পেল অপি করিমের ‘মায়ার জঞ্জাল’

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের কলকাতায় গতকাল শুক্রবার একসঙ্গে মুক্তি পাচ্ছে অপি করিম অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। কলকাতার ‘ফড়িং’খ্যাত ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির মাধ্যমে ১৯ বছর পর আবারো বড়পর্দায় হাজির হলেন এ অভিনেত্রী। খবর বাংলানিউজের।

এতে অপি করিমের বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ‘মায়ার জঞ্জাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক। সিনেমাটির বাংলাদেশি প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, আজ (গতকাল) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ‘মায়ার জঞ্জাল’। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখা ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামে দেখা যাবে ‘মায়ার জঞ্জাল’।

এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, কেরানীগঞ্জের লায়নস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম, বগুড়ার মধুবন, সিরাজগঞ্জের রুটস, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি এবং শঙ্খ প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।

পূর্ববর্তী নিবন্ধগ্র্যাজুয়েট হলেন অভিনেত্রী ফারিণ
পরবর্তী নিবন্ধবয়ান শিল্পাঙ্গনের মুক্তনাটক