বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এসোর মতবিনিময়

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে বৈঠক করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের (সিজিএএ) নেতারা। গত বুধবার বাংলাদেশ ব্যাংক সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, ব্যাংকের নানা বিধিনিষেধ ও জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী তথা পোশাক শিল্পের প্রচ্ছন্ন রপ্তানিকারকরা। রপ্তানির পরও সময়মতো এলসি পেমেন্ট না পাওয়া, ইএক্সপি বা রপ্তানি অনুমতির মেয়াদ কম হওয়া, ইডিএফ বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড আটকে দেওয়া, তৃতীয় পক্ষের মাধ্যমে ‘ক্রেডিট রিপোর্ট’ আদায়ে বাড়তি অর্থ ব্যয়, আমদানিরপ্তানির ক্ষেত্রে টাকার বিনিময় হারের তারতম্যসহ নানা সমস্যা ব্যবসা প্রায় বন্ধের উপক্রম। এসব সমস্যা সমাধানে তারা বাংলাদেশ ব্যাংক গভর্নরের হস্তক্ষেপ কামনা করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক (এফইপিডি) মো. হারুন অর রশিদ. পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি। সিজিএএ এর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি জামিল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাসোসিয়েশনের পরিচালক মো. মাহমুদ আহসান টিটো, পরিচালক মো. এনামুল হক, অফিস ডেপুটি সচিব অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফেজ আহমেদ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ গভর্নরকে অবহিত করেন যে, নির্ধারিত সময়ে ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট পরিশোধ না হওয়ায় ব্যবসায়ীরা চরম আর্থিক চাপে পড়েছেন। অনেক ব্যাংক নির্ধারিত সময় পেরিয়ে গেলে ওভারডিউ ইন্টারেস্ট দাবি করছে যা ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সভায় সিজিএএ এর নেতৃবৃন্দের আর্থিক খাত সংশ্লিষ্ট দাবি এবং সমস্যাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনা হয় এবং উত্থাপিত সমস্যা/দাবিগুলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সমাজসেবার ওয়াকথন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সতর্কতা