বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখতে পারবেন ৮ হাজার দর্শক

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ করোনায় স্থগিত থাকা মাঠের ফুটবলকে আবার স্বাগত জানাতে চলেছে দর্শকের সামনে। আসন্ন বাংলাদেশ-নেপাল দুই প্রীতি ম্যাচ মাঠে বসে দেখতে পারবে ৮ হাজার দর্শক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজারের মতো। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন করোনা অতিমারির সময়ে বুঝে-শুনে অল্পসংখ্যক দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে যাচ্ছে। ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়। সবধরনের স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের স্টেডিয়ামে এসে খেলা দেখতে হবে। দুটি ম্যাচে ৮ হাজার করে টিকিট ছাড়া হবে।
বঙ্গবন্ধু জাতীয় গ্যালারির টিকিটের দাম দাম ধরা হয়েছে ১০০ টাকা ও ভিআইপি টিকিট ৫০০ টাকা। ম্যাচের আগে স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় বিক্রি হবে টিকিট। বাংলাদেশ টেলিভিশন সরাসরি খেলা দেখাবে, সুতরাং মাঠে না এসেও খেলা দেখার সুযোগ থাকছে ফুটবলামোদীদের। বিটিভি ছাড়াও একটি বেসরকারি টিভি খেলা দেখাতে পারে বলে জানিয়েছে বাফুফে।

পূর্ববর্তী নিবন্ধশ্রেণিকক্ষ থেকে হোয়াইট হাউসে
পরবর্তী নিবন্ধকল্লোল সংঘের দোয়া মাহফিল