বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের শরীর গঠন ইভেন্টে দুটি পদক জিতেছে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা। মহানগরী ক্রীড়া সংস্থার শরীর গঠন দল মাষ্টার্স ওপেন কেটাগরীতে সিলভার পদক জিতেছেন মোহাম্মদ শাহেদ আলী। অপরদিকে ৭০ কেজি ওজন শ্রেণীতে সুমন দাশ ব্রোঞ্জ পদক লাভ করেন।
পদকজয়ী অ্যাথলেটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেণ সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম সেবা, সিএমপি এবং কমিটির চেয়রম্যান ফারুক উল হক উপ-পুলিশ কমিশনার, ডিবি বন্দর সিএমপি, সংস্থার সাধারন সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, সম্পাদক মনোতোষ ঘোষ, নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ ।