এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হচ্ছে। পরিবর্তিত সূচিতে কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পর্বের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার জানানো হয়, কাতার ও বাংলাদেশের মধ্যে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান,‘কাতার এখনও আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানায়নি। তবে এএফসি জানিয়ে দিয়েছে ম্যাচটি হওয়ার কথা। কাতার হয়তো এক-দুই দিনের মধ্যে জানাবে।
কাতারের উদ্দেশে দল রওনা দেবে ১৯ নভেম্বর। সেখানে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন করতে পারবে। আশা করি, এরপর ২৫ ও ২৮ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ আমরা খেলতে পারব স্থানীয় ক্লাবের বিপক্ষে।’ বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের অক্টোবরে প্রথম দেখায় কাতারের কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। বাছাইয়ে খেলা আগের চার ম্যাচের মধ্যে কলকাতার সল্টলেকে ভারতের সঙ্গে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।