বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ আইকন ও পারিশ্রমিক নির্ধারণ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:০৩ পূর্বাহ্ণ

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফটের জন্য ১৫৭ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিসিবি। যাদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্যও নির্ধারণ করেছে বিসিবি। চার ক্যাটাগরির প্রথমটি হচ্ছে ‘এ’ গ্রেড। যেখানে রাখা হয়েছে পাঁচজন ক্রিকেটারকে। এই পাঁচজনই হবে পাঁচ দলের আইকন। ড্রাফটেই নির্ধারিত হবে, কে কোন দলের হয়ে খেলবেন। মাশরাফি খেলবেন না। তাই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহীমের সঙ্গে যোগ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের নাম। পাঁচ আইকন ক্রিকেটার তথা ‘এ’ গ্রেডভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের (২১ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা করে। ‘সি’ গ্রেডের (২৩ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা করে এবং ‘ডি’ গ্রেডের (১০৮ জন) ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-কাতার বিশ্বকাপ বাছাই ম্যাচ ৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ফুটবল দলের কমিটি গঠন