বাংলাদেশ কখন উন্নত দেশ হবে? ২০৪১ সালে নাকি এর আগে? নাকি আরো অনেক পরে? উত্তরে আমি বলব, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কে, তার নাম পরিচয় যেদিন বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন হবে না। দেশের মানুষ জানবে না ভিপি’র নাম। সেদিনই বাংলাদেশ উন্নত হয়েছে বলে ধরে নিতে পারব। কারণ, উন্নত দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের নেতার নাম সাধারণ মানুষের জানার প্রয়োজন নেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদেরও জানার প্রয়োজন নেই তাদের বিশ্ববিদ্যালয়ের ভিপি কে! দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় ছাত্র সংসদ থাকবে। কিন্তু, দেশবাসী জানবে না সেখানে ভিপি কে? জিএস কে? এজিএস কে?এমন দিন নিশ্চয়ই বাংলাদেশে আসবে। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি’র নাম ঢাকাবাসী তো জানেনই, পাশাপাশি সুদূর মফস্বলের অটোরিকশা চালক থেকে শুরু করে ফসলের মাঠের পরিশ্রমী ভাইটাও জানেন। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।