চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপাচার্য এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে স্বাধীনতা চত্বর হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে গিয়ে সমাপ্ত হয়।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের নেতৃত্বে র্যালিতে অংশ নেন অধ্যাপক ড. সুনীল ধর, অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রমুখ। র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে এক আলোচনা সভা উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলে আধুনিক প্রযুক্তির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বর্তমানে ইন্টারনেট অব থিংসের (আইওটি) ফলে বিশ্ব প্রবেশ করতে চলেছে নতুন এক বৈপ্লবিক যুগে, যার নাম দেওয়া হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তিগত বিপ্লবে প্রবেশ করার জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ক ভিশনারি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনা অনুসরণ করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক উন্নত সোনার বাংলা গড়ে তোলার খুব কাছাকাছি চলে এসেছি।ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চুয়েটের ছাত্র-ছাত্রীদের মাঝে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাটহাজারী উপজেলা প্রশাসন : হাটহাজারীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন গতকাল সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সহকারী প্রোগ্রাম অফিসার খালেদ মোশাররফ, উদ্যোক্তা নূরু উদ্দিন পারভেজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউ এন ও বলেন, সরকার মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে সবকিছু ডিজিটালাইজেনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। ভূমি সেবা নিশ্চিত করতে ই- নাম জারী, ভূমি কর প্রদান যাতে ঘরে বসে দিতে পারে সেজন্য ডিজিটাল পদ্ধতি চালু করেছে। পাসপোর্টের আবেদন ঘরে বসে করা হচ্ছে।
দেশে উৎপাদন বৃদ্ধির জন্য মোবাইলের মাধ্যমে কৃষকদের সেবা প্রদান করা হচ্ছে। ঘরে বসে যাতে স্বাস্থ্য সেবা পাওয়া যায় সেই ব্যবস্থা সরকার করছে। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যাবতীয় সেবা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি ইউনিয়নের উদ্যোক্তাদের সেবা প্রদানে কোন খানে গাফেলতির প্রমান পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন।