বাংলাদেশে এলেন আফগান যুব দলের ক্রিকেটাররা

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৫ পূর্বাহ্ণ

সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গত ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগান যুবাদের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড আলোচনা করে সফরটি ‘সাময়িক’ স্থগিত করেছিল। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখে আফগান ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
২১ দিনের সফরে আফগানিস্তান যুবারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। সবক’টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা থেকে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের।
প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে।
পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল।

পূর্ববর্তী নিবন্ধফের বিরতিতে যাচ্ছেন ওসাকা
পরবর্তী নিবন্ধআর ২টি উইকেট পেলেই ৩টি রেকর্ডের মালিক হবেন সাকিব