ফের বিরতিতে যাচ্ছেন ওসাকা

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গেছে নাওমি ওসাকার। তৃতীয় রাউন্ডে হেরে যাওয়ার পর এই জাপানী বললেন, আপাতত টেনিস থেকে বিরতি নিচ্ছেন তিনি। গতকাল শনিবারের ম্যাচে সরাসরি সেটে জয়ের পথেই ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ওসাকা। তবে তার ভুলের সুযোগ কাজে লাগিয়ে চমক দেখান কানাডার টিনএজার লায়লা ফার্নান্দেজ। জিতে যান ৫-৭, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে।
পরে সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী ওসাকা জানান, ‘মনে হচ্ছে এমন একটা অবস্থায় আছি, যেখানে আমি আসলে কী করতে চাই, সেটাই বের করার চেষ্টা করছি। আমি সত্যিই জানি না, কখন আবার পরের টেনিস ম্যাচটা খেলব। মনে হচ্ছে, আমি কিছু দিনের জন্য খেলাটি থেকে বিরতি নিতে যাচ্ছি। সামপ্রতিক সময়ে জিতলেও আমি সেই আনন্দটা অনুভব করি না। অনেকটা স্বস্তি পাওয়ার মতো অনুভূতি হয়। আবার হারলে খুব খারাপ লাগে। আমার মনে হয় না এটা স্বাভাবিক।’ ম্যাচে ওসাকা প্রত্যাশা মতই এগিয়ে যাচ্ছিলেন জয়ের দিকে। প্রথম সেটে জয়ের পর দ্বিতীয় সেটে এগিয়ে ছিলেন ৬-৫ গেমে। কিন্তু বিপত্তি বাঁধে এরপরই। ফোরহ্যান্ড এরোর্সে পয়েন্ট হারান, সেট গড়ায় টাইব্রেকারে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে এলেন আফগান যুব দলের ক্রিকেটাররা