জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখতে আসন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণকে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদান করতে হবে। দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার স্বার্থেই ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা সময়ের দাবি।
তিনি গতকাল সোমবার বাদে জোহর মহানগরী জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কোতোয়ালী থানা জামায়াতের আমির আমির হোছাইনের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় এ গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যািিসস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, জনগণের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়া। বক্তব্য দেন, কোতোয়ালী থানা নায়েবে আমির অধ্যাপক আব্দুজ্জাহের, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদৌস প্রমুখ।
পতেঙ্গা থানা জামায়াত : জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে পতেঙ্গা থানায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। পতেঙ্গা থানা আমির অধ্যক্ষ মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বক্তব্য দেন, মুহাম্মদ নজির হোসেন, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সালেহীন প্রমুখ। গণসংযোগ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












