বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয় কৃষ্টি রক্ষায় ওয়ার্ল্ড ফেডারেশন গঠিত

| বৃহস্পতিবার , ২২ জুলাই, ২০২১ at ৩:১১ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড ফেডারেশন অভ বাংলাদেশী বুড্ডিস্টস-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ড. বসুমিত্র বড়ুয়া প্রধান আহ্বায়ক ও সুহাস বড়ুয়া সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার (১৭ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ড. বসুমিত্র বড়ুয়াকে প্রধান আহ্বায়ক এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে সুহাস বড়ুয়াকে সদস্য সচিব করে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অভ বাংলাদশী বুড্ডিস্টস’ (ডাব্লিউএফবিবি) সংগঠনটি গঠন করা হয়।
এর ফলে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন বাংলাদেশের বৌদ্ধ জাতিসত্বার একটি আন্তর্জাতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। সংগঠনের প্রাথমিক সদস্য সংখ্যা ৭১ জন। বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত বৌদ্ধ সম্প্রদায় এ সংগঠনের সদস্য হতে পারবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশী বৌদ্ধদের হাজার বছরের ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করা, সামাজিক বন্ধনকে জোরদার ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বিশ্বব্যাপী বাংলাদেশী বৌদ্ধদের জন্য এ সংগঠনটি আন্তর্জাতিক উদ্যোগ বলে জানিয়েছেন বোস্টন প্রবাসী ও ডাব্লিউএফবিবি’র নব-নির্বাচিত সদস্য সচিব সুহাস বড়ুয়া।
‘ওয়ার্ল্ড ফেডারেশন অভ বাংলাদশী বুড্ডিস্টস’ (ডাব্লিউএফবিবি)-এর অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন উদয়ন বড়ুয়া (ফ্রান্স), পবন বড়ুয়া (ইংল্যান্ড),পলাশ বড়ুয়া (সুইজারল্যান্ড), আশিস বড়ুয়া (কানাডা), ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া (ইউ,এ,ই), মানেন্দ্র বড়ুয়া (ইতালি) ও হেমেন্দু বিকাশ চৌধুরী (বিশেষ প্রতিনিধি ভারত)।
যুগ্ম সদস্য সচিবরা হলেন রণবীর বড়ুয়া (নিউ ইয়র্ক), তাপস বড়ুয়া রিপন (প্যারিস), দিব্যেন্দু বড়ুয়া অটো (অস্ট্রেলিয়া), সসীম গৌরি চরণ (জেনেভা), দিলীপ কুমার বড়ুয়া (আয়ারল্যান্ড), ডালিম কুমার বড়ুয়া (বাংলাদেশ), রিপন বড়ুয়া (লন্ডন)।
অর্থ বিষয়ক সদস্য সচিবরা হলেন উত্তম কে বড়ুয়া (ফ্রান্স), অরুণ জ্যোতি বড়ুয়া (সুইজারল্যান্ড), ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া (ইতালি), সঞ্জীব বড়ুয়া (দুবাই), বিশু বড়ুয়া (ফ্রান্স)।
নির্বাহী সদস্যরা হলেন সুজন বড়ুয়া (জাপান), প্রতীক বড়ুয়া (টোকিও), সৌম্য বড়ুয়া (টোকিও), কানন বড়ুয়া (টোকিও), সৈকত বড়ুয়া (কানাডা), স্বদেশ বড়ুয়া (প্যারিস), রিজু বড়ুয়া (প্যারিস), মিঠু কুমার বড়ুয়া (প্যারিস), সজল বড়ুয়া (প্যারিস), আশীষ চৌধুরী দিপক (প্যারিস), কল্যাণ মিত্র বড়ুয়া (প্যারিস), সুভাষিশ বড়ুয়া (প্যারিস), অপু বড়ুয়া (প্যারিস), উত্তম বড়ুয়া (প্যারিস), দিপন বড়ুয়া (প্যারিস), শুভ মুৎসুদ্দী (প্যারিস), দিপু কান্তি বড়ুয়া (প্যারিস), গৌরী চরণ আশীষ (প্যারিস), সুনন্দন বড়ুয়া (প্যারিস), অজিত বড়ুয়া (স্পেন), অশোক বড়ুয়া (স্পেন) , অপু বড়ুয়া (স্পেন), রূপেশ বড়ুয়া (আয়ারল্যান্ড), বিটু বড়ুয়া (জার্মানি), লাভলু বড়ুয়া (নরওয়ে), অনুত্তর বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), শুভাশীষ বড়ুয়া (নিউ ইয়র্ক), শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), রানা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), আশীতি বড়ুয়া (লস অ্যাঞ্জেলেস), সুরঞ্জিত কুমার সিংহ (লস অ্যাঞ্জেলেস), শিমুল বড়ুয়া (বোস্টন), শিশির বড়ুয়া (নিউ ইয়র্ক), শিপন বড়ুয়া (ভার্জিনিয়া), সংঘ বড়ুয়া (ফ্লোরিডা), সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া), ডালিম বড়ুয়া (ভেনিস), সুমন বড়ুয়া (ভারত), মৃদুল বড়ুয়া (থাইল্যান্ড), মংমং শিং মারমা (মালয়েশিয়া), সাসিম বড়ুয়া (মালয়েশিয়া), রানা বড়ুয়া জিসাং (দক্ষিণ কোরিয়া)), শেখর বড়ুয়া (ফিলিপাইন), অপূর্ব বড়ুয়া (হংকং), সঞ্জয় বড়ুয়া (ওমান), খোকন বড়ুয়া (ওমান), যথাক্রমে অরুণ জ্যোতি বড়ুয়া (দুবাই), বিকাশ বড়ুয়া ছোটন (দুবাই), আবু বড়ুয়া (দুবাই) এবং সুখু বড়ুয়া (দুবাই)।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পরবর্তী নিবন্ধকুরবানির মাংস নিয়ে অভিমান, একই পরিবারের চারজনের বিষপান