বাঁশখালী পৌর নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৯ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। গতকাল সোমবার আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য গোপন করার দায়ে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মুহাম্মদ ফয়সাল আলম এসব তথ্য জানান ।
এরা হলেন ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুর রহমান, ২ নং ওয়ার্ডে আবদুল লতিফ, ৩ নং ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন, ৫ নং ওয়ার্ডে মো. নঈমুল হক মানিক, আবদুর রহমান, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হারুন, ৯ নং ওয়ার্ডে মো. মুহিবুল্লাহ। তবে এদের মধ্যে দুই-তিনজন প্রার্থী আপিল করে পুনরায় প্রার্থীতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানা যায়।
এবার মেয়র পদে ২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে রিটারিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সহকারি রিটানিং কর্মকর্তার দায়িত্বে আছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম। নির্বাচন কমিশন ঘোষিল সিডিউল অনসুারে আপিল নিষ্পত্তি ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ১২ হাজার ৮৮৬ জন।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা প্রকাশ