বাঁশখালী পৌরসভার নেয়াজর পাড়ায় অগ্নিকাণ্ড

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার জলদী নেয়াজর পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘরের সব মালামাল পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণসহ আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাঁশখালী পৌরসভার জলদী নেয়াজর পাড়া এলাকায় ফজল কাদের ও আলী আকবর এর ২ তলা কাঁচা বসতঘরে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। মুহুর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ লাইন চালু থাকায় আগুন নেভাতে জনগণ প্রথমে সাহস না পেলেও পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে বাঁশখালী ফায়ার স্টেশন টিমের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নির্বাপণ করা হয়েছে বলে জানান বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ