বাঁশখালী ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শঙ্খে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

বাঁশখালী ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে শঙ্খনদীতে গোসল করতে গিয়ে সাতকানিয়ায় এক শিশু নিখোঁজ হয়েছে। বাঁশখালী প্রতিনিধি জানান, গন্ডামারায় পুকুরে ডুবে ফারিহা () নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার গন্ডামারা ইউনিয়নের চৌধুরী পাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ শিশু ফারিহা গন্ডামারার চৌধুরী এলাকার মোঃআবছারের কন্যা।

মহেশখালী প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে তাজুল মনির () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার উত্তর ধুরুং আকবর বলীর পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে। মনির ওই গ্রামের মোহাম্মদ মামুনের পুত্র।

সাতকানিয়া প্রতিনিধি জানান, গতকাল সোমবার দুপুর ১২টায় সাতকানিয়ার কালিয়াইশ এলাকায় শঙ্খে গোসল করতে গিয়ে সোহাগ () নিখোঁজ হয়। সে কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাটগড় নতুনপাড়ায় ভাড়া বাসায় থাকা চকরিয়ার মনিরুল ইসলামের শিশু পুত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেন। পরে তারা চট্টগ্রামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। সন্ধ্যার পরে ডুবুরি দল ঘটনাস্থলে আসলেও অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। আজ মঙ্গলবার সকালে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করবেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার প্রেক্ষাপট আমরা ভুলে যাচ্ছি : খসরু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এখন উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগুচ্ছে