বাঁশখালী উপকূল থেকে ৬ জনকে উদ্ধার করল কোস্টগার্ড

সাগরে ইঞ্জিন বিকল

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে বেঙ্গল শিপিং লাইন লিমিটেডের ৫ জন ওয়াচম্যান ও একজন মাঝিকে নিয়ে একটি যাত্রীবাহী বোট কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে বিকেল ৪টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসতে থাকে। এ সময় বোটে থাকা একযাত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯এ ফোন করে সহায়তা চাইলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল লাইফ বোটসহ বেঙ্গল শিপিং লাইন লিমিটেডের ৫ জন ওয়াচম্যান ও ১ জন মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সকলকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক আরও জানান, উপকূলীয় এলাকায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধময়মনসিংহে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন