বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
আগামী রোববার সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী প্রদত্ত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ১৫ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। চাম্বল ইউনিয়নের নির্বাচনের তারিখ দুবার ঘোষণা করেও মামলার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।