বাঁশখালীর মিনজীরিতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৭:৪১ অপরাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা গ্রামে পানিতে ডুবে তাহমিনা (১৬ মাস) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রতিবেশী ও বাঁশখালী হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সরল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিনজিরিতলা গ্রামের আনোয়ার হোসেনের শিশু কন্যা তাহমিনা বাড়ির উঠানে খেলা করছিল। মা কাজে ব্যস্ত থাকায় কিছুক্ষণ পরে মেয়ের খোঁজ করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গেলে সেখানে তার মরদেহ দেখতে পান।
সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা জাহান মিলি তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
এদিকে, পুকুরে ও ডোবায় পড়ে মৃত্যুর ঘটনা বাঁশখালীতে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর ফরিদ আহম্মেদকে দেখতে গেলেন সাবেক মেয়র নাছির উদ্দীন
পরবর্তী নিবন্ধছাত্রকে বলাৎকারের অভিযোগে টেকনাফে মাদ্রাসা শিক্ষক আটক