বাঁশখালীর মসজিদ-মন্দিরে উন্নয়নের অনুদান প্রদান

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ধর্ম মন্ত্রনালয় থেকে ১৭ মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, এডভোকেট তোফাইল বিন হোছাইন, হামিদ উল্লাহ, মাওলানা আকতার হোছাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘মানসিক স্বাস্থ্যসেবা কর্মীদের গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা প্রয়োজন’
পরবর্তী নিবন্ধবিএইচআরসি গভর্নরের সাথে বন্দর শাখার সমন্বয় সভা